সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

‎শিবরাম স্কুলের দৃষ্টান্ত, বাংলা, ইংরেজির পাশাপাশি পবিত্র কোরআন শিক্ষা বাধ্যতামূলক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎​পবিত্র কোরআনের আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল এক মহতী উদ্যোগ নিয়েছে। ‎রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কোরআন শিক্ষা আসরের ৩য় ও ৪র্থ ব্যাচের ৪০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন মাজিদ বিতরণ করা হয়। একই সঙ্গে হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।

‎​অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে তোলার একটি বিশেষ পদক্ষেপ। ‎​বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তরুণ বক্তা হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।

‎এ সময় ​হাফেজ মাওলানা গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন,‎​পবিত্র কোরআন কেবল পাঠের বিষয় নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। শৈশবেই কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুদের অন্তরে আল্লাহর নূর বিকশিত হয়। সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতার ভিত্তি স্থাপনে কোরআন শিক্ষার বিকল্প নেই। ‎​বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ জানান, বিশেষ আরবি শিক্ষা কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা অল্প বয়সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হচ্ছে। একই সাথে শিক্ষার্থীদের হাতের লেখার সামঞ্জস্যতা ও সৌন্দর্যও বিদ্যালয়ের একটি বিশেষ অর্জন।

‎​অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সুন্দর ভবিষ্যৎ ও কোরআনের আলোয় পথচলার প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করা হয়।‎ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরুন নবী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি শিক্ষক ওস্তাদ মো. আব্দুর রহিম।

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit