বিনোদন ডেক্স : বছর দুয়েক আগে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমাতে দেখা গিয়েছিল বিদ্যা সিনহা মিমকে। এরপর বলতে গেলে সেভাবে তাকে আর পর্দায় পাওয়া যায়নি। এবার বিরতি ভেঙে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা। সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনে অংশ নিয়ে তিনি জানান, আগামী বছরই আবার সিনেমা হলে নতুন কাজ নিয়ে হাজির হবেন। বিরতি ভেঙে নতুনভাবে ফিরতে প্রস্তুত মিম। মিম জানিয়েছেন, ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি। সূত্রের খবর, ইতোমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম।
তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এ ছাড়া তার হাতে আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ রয়েছে, যা ধীরে ধীরে সামনে আসবে। অভিনেত্রী জানিয়েছেন, দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে। আগামী মাসেই তার নতুন কাজগুলোর ঘোষণা আসবে। পর্দায় দেখা না গেলেও ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে মিম নিয়মিত ছিলেন।






















