জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সামরিক, সরকারি/বেসরকারি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন সদর দপ্তরে আয়োজিত সামরিক, সরকারি/বেসরকারি প্রশাসন এবং স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি জি।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খাঁন পিএসসি,গুইমারা আনসার ব্যাটালিয়ন অধিনায়ক কে এইচ এম মেহেদী হাসান, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য সহিদুল ইসলাম সুমন,পার্বত্য জেলা পরিষদের সদস্য এড. মনজিলা আক্তার ঝুমা,মাটিরাঙ্গা থানা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী ওয়াজেদ, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন ত্রিপুুরা,মাটিরাঙ্গা থানার ওসি মো.তফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের প্রতিনিধি প্রভাষক নুরুল আবছার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সেলিম রানা, গুইমারা থানার ইন্সপেক্টর তদন্ত দীপংকর, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা বনবিভাগের প্রতিনিধি মো.তৌহিদুল ইসলাম, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার মো.হারুন উর রশীদ, মাটিরাঙ্গা উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা হাফেজ ক্বারী মো.হারুন উর রশীদ, বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রতিনিধি মো.আমান উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি নুর আলম, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর উপজেলা সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো.জামাল উদ্দিন সহ হেডম্যান সহ পদস্থ কর্মকর্তা সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি জি বলেন, মাটিরাঙ্গা জোনের আওতাধীন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ,আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সকলের পাশে আছে এবং যে কোন প্রতিকুল পরিবেশ মোকাবেলায় সব সময় প্রস্তুত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সন্ত্রাসী তৎপরতা নির্মুলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান তিনি