নিউজ ডেক্স : এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২২ বছর পর আবার ভারতকে হারানোর স্বাদ পেল লাল-সবুজরা। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে রোকনুজ্জামান কাঞ্চন ও মতিউর রহমান মুন্নার গোলের সেই স্মৃতি যেন আবার ফিরে এরো। এবার নায়ক তরুণ মোরসালিন, যার একমাত্র গোলেই নতজানু হয়েছে ফিফা র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা ভারত। হামজা, শমিত, জায়ানদের যুবশক্তিতে বাংলাদেশ দল এখন নতুন আত্মবিশ্বাসে উজ্জ্বল।
কিন্তু প্রতিবেশীদের এই স্বাভাবিক জয় কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতীয় গণমাধ্যম। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ দাপুটে ফুটবল খেলে ড্র করায় যে চাপ তৈরি হয়েছিল, ফিরতি লেগের পর তা যেন বিস্ফোরণেই রূপ নিল। শীর্ষ ভারতীয় সংবাদমাধ্যমগুলো ফলটিকে সরাসরি ‘বিব্রতকর’, ‘লজ্জাজনক’, ‘একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেছে। ভারতীয় গণমাধ্যমে প্রতিক্রিয়া
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস: এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে ভারত
এনডিটিভি: বাংলাদেশের কাছে ০-১ গোলের হারে ভারতের ‘লজ্জাজনক’ পরাজয়
টাইমস নাউ: ৮,৩৪০ দিনের মধ্যে সবচেয়ে নিচে ভারতীয় ফুটবল, ২১শ শতাব্দীর বড় ‘অপমান’
ফার্স্ট পোস্ট: ঘরের মাঠে ভারতকে লজ্জা দিয়ে ১-০ গোলে হারাল বাংলাদেশ
আনন্দবাজার: ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে হার ভারতের, স্ট্রাইকারদের ব্যর্থতায় মানরক্ষার ম্যাচেও ব্যর্থ ঝিঙ্গানরা
কুইক নিউজ / মোহন / ১৯ নভেম্বর ২০২৫ / দুপুর ১২:১৭








