শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস ইন্তিকাল করেছেন। তিনি সোমবার বেলা সাড়ে ১১টার সময় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যু কালে মরহুমের বয়ষ হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
মরহুম আব্দুল কুদ্দুস কাজিরবেড় গ্রামের মৃত আব্দুল কাদের ভুঞার ছেলে ও বর্তমান শার্শা উপজেলা যুবলীগের সহ সভাপতি ছিলেন। শার্শা উপজেলা আওয়ামীলীগের নেতা ও যশোর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু জানান, তার ছোট ভাই রুহুল কুদ্দুস সোমবার বেলা ১১টার দিকে বুকে ব্যাথা অনুভব করে।
এ সময় সে পানি পান করে। এ সময তার বুকের ব্যাথা তীব্র হলে তখনই শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন সোমবার এশার নামাজের পর জানাজা শেষে মরহুম রুহুল কুদ্দুসকে কাজিরবেড় গ্রামের নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। মরহুমের নামাজে জানাজায় শার্শা উপজেলার বিভিন্ন রাজনৈতীক, সামাজিক ও বিভিন্ন শ্রেনী পেষার মানুষ অংশ গ্রহন করেন।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২