ডেস্ক নিউজ : ভারত নিজেদের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচনকে কেন্দ্র করে বারবার হস্তক্ষেপ করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমরা ভারতকে দেখেছি, যখনই নির্বাচন আসে, তখনই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বারবার হস্তক্ষেপ করে।’রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের রাজপথে কর্মসূচি থাকবে। সরকার জনগণের কাছে আবেদন জানাতে পারে, যাতে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা যাতে তা না করতে পারে। বিশৃঙ্খলাকারীরা কখনো ডাকাত হয়ে আসে, কখনো ককটেল সন্ত্রাস হয়ে আসে, কখনো তারা বাসে আগুন সন্ত্রাস হিসাবে আসে। আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ জনগণ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফ্যাসিবাদী আচরণ করতে পারবে না।
তিনি বলেন, শেখ হাসিনার রায় হচ্ছে, এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। বাংলাদেশে যে বিচার বিভাগ এখনো বিরাজমান আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা ভারত সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশে যে খুন করেছে, গুম করেছে, খুনি হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন। বাংলাদেশে আপনাদের সঙ্গে আমরা ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক চাই।
বাংলাদেশের কোনো খুনি আসামি, দাগি আসামিকে যদি আপনারা আশ্রয় দিয়ে রাখেন, এই আসামিকে ফেরত দেওয়া পর্যন্ত ন্যায্যতার সমতার ভিত্তি হতে পারে না। এজন্য আমরা ভারত সরকারকে আহ্বান জানাবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৫