বিনোদন ডেস্ক : পাকিস্তানি তারকা টিকটকার সুজান খান কোনো অনুমতি ছাড়া একটি পার্টির আয়োজন করেছিলেন। আর সেই অবৈধ পার্টিতে অভিযান চালিয়ে ৫১ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সুজান খানের পার্টিতে অভিযান এবং গ্রেফতারের বিষয়টি ইনফ্লুয়েন্সার কমিউনিটির সংস্কৃতির অন্ধকার দিকটি আলোকপাত করে যে, উচ্চ প্রোফাইলে এ ধরনের ঘটনাগুলো প্রায়ই নিয়ন্ত্রণহীনভাবে হওয়ায় জনশৃঙ্খলা ও নিরাপত্তার লঙ্ঘন হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সুজান খানের পার্টিতে থাকা সাউন্ড বক্সের উচ্চ শব্দ এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ব্যাপক পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পার্টিতে থাকা সবাইকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা আরও জানান, হ্যালোইন পার্টির নামে অনুষ্ঠানটি কোনো ধরনের অনুমতি ছাড়াই আয়োজন করা হয়েছিল। এ কারণে সেখানে একটি বেআইনি সমাবেশ পরিণত হয়েছিল। সুজান খান এখন অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং ঘটনার তদন্ত চলছে।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩৩