স্পোর্টস ডেস্ক : ফুটবলে এমন দৃশ্যের দেখা মেলে কালেভদ্রে। ওয়েইন রুনি, ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা হাওয়ায় ভেসে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার সেই বাইসাইকেল কিকে গোল করলেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা চৌধুরী।
লেস্টার সিটির হয়ে একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী একাই যেন বাংলাদেশ ফুটবলের চেহারা পালটে দিচ্ছেন। তার সঙ্গী হয়েছেন আরও একঝাঁক প্রবাসী ফুটবলার। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ইউরোপীয় ধাচে গোল করে আরও একবার নিজের জাত চেনালেন হামজা। জাতীয় স্টেডিয়ামে বাইসাইকেল কিকে যে গোলটা তিনি করলেন, ওই ছবিই যেন হয়ে গেছে বাংলাদেশ ফুটবলের আইকন।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩৪