ডেস্ক নিউজ : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মো. সালাউদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের সবজি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সালাউদ্দিনের বাড়ি সাহেরখালীর উত্তর সাহেরখালী এলাকায়। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভোরের বাজার এলাকায় অভিযানপরিচালনা করে ইয়াবাসহ সালাউদ্দিনকে ধরা হয়।
তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ১০:২৮