শান্তা ইসলাম,নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরাকোণা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আলী আহমদ তালুকদারকে গ্রেপ্তার করে মডেল থানার পুলিশ। আজ বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকেলের দিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে বুধবার সন্ধ্যায় জেলা শহরের রাজু’র বাজার এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল হাসেম জানান – ২০২৪সালে ৪আগস্ট নাশকতা অভিযোগে নেত্রকোণা মডেল থানায় দায়ের করা মামলায় বিজ্ঞ বিচারক আলী আহমদ তালুকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৩