স্পোর্টস ডেস্ক : বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। সেই সঙ্গে ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ১৬১ স্কোর নিয়ে বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ১১তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় প্রথম, তৃতীয় ও নবম অবস্থানে থাকা তিনটি শহরই ভারতের।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে। আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৬১৫। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, বায়ুর মানের স্কোর ২৭৫, তৃতীয় স্থানে রয়েছে ভারতের কোলকাতা, স্কোর ২৫২।
একই সঙ্গে ২১৩ ও ২০১৮ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি ও কুয়েতের কুয়েত সিটি।
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৩৩