আলমগীর মানিক,রাঙামাটি : জুলাই সংস্কারে যারা বাধাঁ দিয়েছে; জুলাইয়ের বিরোধীতায় অবস্থান নিয়েছে এবং এই বাংলাদেশকে যারা সংস্কার বঞ্চিত করার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের বিচার অবশ্যই করা হবে এবং দেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে প্রত্যাখ্যান করার প্রস্তুতিও গ্রহণ করেছে শুধুমাত্র ব্যালটের অপেক্ষায় রয়েছে। কিন্তু এই ব্যালটকে উল্টে দিতে বুলেট প্রস্তুত করে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে তিন পার্বত্য জেলার নেতৃবৃন্দকে নিয়ে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত বলেন, যারা ব্যালটের প্রস্তুতি নানিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন মনে রাখবেন; বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে তখন তাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারবে না।
আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন কিন্ত জনগণ আপনাদেরকে ব্যালটের মাধ্যমে পরাজিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে এনসিপি সরকার গঠন করবে বলেও জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এই সংগঠক।
রাঙামাটি জিমনেসিয়ামে আয়োজিত এই সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ.এস.এম সুজাউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাধায়ক ইমন সাঈদ,দক্ষিণ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মুখ্য সংগঠক জুবায়রুল হাসান আরিফ, খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, বান্দরবান জেলার সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল প্রমুখ।উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেছেন এনসিপি রাঙামাটি জেলার সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা।
কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/রাত ১১:১৮