আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে বাসা ভাড়া নিয়ে মাদকের আসর বসিয়ে উঠতি বয়সী তরুনরা মাদক সেবনের আসরে হানা দিয়ে অন্তত ছয়জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শহরের কাঠাঁলতলী এলাকায় স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশের একটি টিম।আটককৃতরা মাদক সেবনের পাশাপাশি অনলাইনে কেসিনো খেলতো বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মাদকের আসর থেকে গ্রেফতারকৃত ৬ জন হলো; রাঙামাটি শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা (১) মোঃ খোরশেদ আলম(৩৭), মহিলা কলেজ এলাকার বাসিন্দা (২) মোঃ নাঈম উদ্দিন(৩০), পুরাতন বাস স্টেশন এলাকার ঠিকাদার (৩) মোঃ মেহেরাজ হোসেন তারেক(২৪), (৪) আলম ডক ইয়ার্ডের শরিফুল(১৯), বনরূপাস্থ ফরেষ্ট কলোনীর (৫) মো রায়হান(২১), কাঁঠালতলী লেকার্স স্কুল সংলগ্ন এলাকার (৬) আব্দুল আলীম(২১)।



উঠতি বয়সী তরুন-তরুনীদের ভয়াল এই থাবা থেকে দূরে রাখতে পিতা-মাতাসহ অভিভাবকদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বনের পাশাপাশি মাদক ও জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানিয়ে ওসি বলেন আমাদেরকে সময়মতো সঠিক তথ্য দিয়ে সচেতন নাগরিকবৃন্দ সহযোগিতা করুন; এবং প্রযোজ্য ক্ষেত্রে আমরা তথ্য প্রদানকারির সকল পরিচয় গোপন রাখবো।