রেনুকা-ক্রান্তিকে কোটি রুপি পুরস্কার দিবেন দুই মুখ্যমন্ত্রী
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
৪৭
Time View
স্পোর্টস ডেস্ক : সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত। এ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য পেসার রেনুকা সিং ঠাকুর ও ক্রান্তি গৌড়। বিশ্বকাপ জয়ী দুই সদস্যের জন্য আলাদাভাবে দুই কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে তাদের দুই মুখ্যমন্ত্রী।
হিমাচল প্রদেশের সিমলার রোহরু এলাকার খেলোয়াড় রেনুকা সিং। প্রদেশটির মুখ্যমন্ত্রী সুখবীন্দর সিং সুখ তার জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন। ইতিহাস তৈরি করা ভারতীয় দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি রেনুকার সাথে ফোনে কথা বলেছেন সুখবীন্দর।
ভারতীয় দলের আরেক পেসার ক্রান্তি গৌড়। দলের গুরুত্বপূর্ণ সদস্য ক্রান্তির বাড়ি মধ্যপ্রদেশের ছাত্রাপুর জেলায়। এ প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ক্রান্তির সাফল্যে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন।