স্পোর্টস ডেস্ক : নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অপরাজিত ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে স্বাগতিক ভারতকে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন জেমাইমা রদ্রিগেজ। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৩৩৮ রান ভারত টপকে যায় নয় বল ও পাঁচ উইকেট হাতে রেখে। মেয়েদের বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আট দলের মধ্যে সপ্তম হলেও মারুফার আগুনে বোলিং নজর কেড়েছে সবার। ২০ বছর বয়সি এই পেসারের সংগ্রামী জীবনের গল্পও এখন অনেকের জানা। গত পরশু রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে মারুফা লিখেছেন, ‘জেমি দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আশা করি, আপনি আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আরও বড় সাফল্য অর্জন করবেন। ফাইনালের জন্য রইল শুভকামনা।’
মারুফার পোস্টের মন্তব্য বিভাগে জেমাইমা লিখেছেন, ‘অনেক ধন্যবাদ মারুফা। তুমি নিজেই বড় এক অনুপ্রেরণা। তুমি যা করেছ, তা বাংলাদেশের ও পুরো বিশ্বের মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’ পরস্পরকে প্রশংসায় ভাসানো দুই ক্রিকেটারের দেখা হতে পারে আগামী মাসে। সব ঠিক থাকলে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলতে ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/দুপুর ২:০৪