বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল-বোচাগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ. কে. এম. আফজালুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম, কর্মপরিষদের সদস্য মমিনুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমীর মাসুম বিল্লাহ এবং মাওলানা মোখলেসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা শহীদদের আত্মত্যাগকে দেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হিসেবে উল্লেখ করে বলেন, শহীদদের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যেতে হবে। সমাবেশে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির সুষ্ঠু বিচার দাবী করেন।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫৪