জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের বিশেষ অভিযানে ১০০ প্যাকেট দেশীয় তৈরি চোলাই মদসহ সুমন দাশ(৪৫) কে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালের দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি গেট চেকপোস্টে খাগড়াছড়ি হতে চট্টগ্রামগামী শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-১৪-২০৩৮) বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ৫ ক্যারেট (১০০ প্যাকেট) দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ জন বাঙালিকে আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫০,হাজার টাকা।
আটককৃত ব্যক্তির নাম সুমন দাশ(৪৫) বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন এর সন্তোষ দাশ এর ছেলে পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ চোলাই মদ মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এই অভিযান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের প্রতিফলন, যা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪