শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা পপি এনজিও-র WLCR প্রকল্পের উদ্যোগে লার্নিং শেয়ারিং অ্যান্ড ক্লোজিং বিষয়ক কর্মশালা নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরের দিকে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা পপি এনজিও-র WLCR প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় এক আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে প্রকল্পের বিভিন্ন লেভেলের স্টেকহোল্ডার এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রকল্পের লার্নিং শেয়ারিং এবং ক্লোজিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কর্মশালার সঞ্চালকের দায়িত্ব পালন করেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের রেজিলিয়েন্স অফিসার মোঃ মিজানুর রহমান বকশী। মাল্টিমিডিয়ায় প্রকল্পের অগ্রগতি, উল্লেখযোগ্য অর্জন, অর্জিত রেজাল্ট/ইমপ্যাক্ট, প্রকল্প থেকে বহুবিধ শিখন (লার্নিং) এবং প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করেন WLCR প্রকল্পের কো-অর্ডিনেটর পপি এনজিও-র কর্মকর্তা মিঃ সত্যেন্দ্র নাথ মিত্র। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মিঃ সুদাম রুদ্র।
উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন – নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা এসএম তৌকির আহমেদ, মোহনগঞ্জের বিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম, খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিলসহ অনেকেই। জানা যায় – নেত্রকোণা জেলার হাওরাঞ্চলে ৩টি উপজেলার ১২টি ইউনিয়নে ৩৬টি নারী দল, রেজিলিয়েন্স ভলান্টিয়ার গ্রুপ ৩টি, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ১২টি, স্কুল দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ৬টি, স্টুডেন্ট কাউন্সিল ৬টি, স্থানীয় সেবাদানকারী (স্বাস্থ্য)- প্রকল্পভুক্ত ১২টি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কার্যক্রমের মধ্যে ছিল – স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক। জলবায়ু ঝুঁকি, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং জেন্ডার ভিত্তিক নির্যাতন বিষয়ে কমিউনিটি সংলাপ আয়োজন করা। সরকারী বিভিন্ন সেবাপ্রাপ্তিতে নারী নেতৃবৃন্দ ও সরকারী বিভিন্ন বিভাগের মধ্যে লিংকেজ মিটিং আয়োজন করা। ৮০০ সদস্যের ভ্রাম্যমাণ স্বাস্থ্য ও দূযোগ সচেতনতামূলক বার্তা প্রেরণ করা। দুর্যোগপ্রবণ এলাকায় হিজল-করচ ও বজ্রপাত থেকে রক্ষার জন্য তালগাছ সহ বিভিন্ন উপকারী বৃক্ষরোপণ করা। দুর্যোগে মোকাবিলা করার জন্য নারীপুরুষ, শিশু-কিশোরকে কৌশল শিখানো।
নারী শিক্ষার্থীদের স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন ঔষধ দেয়া। এছাড়া নারীদের প্রাথমিক চিকিৎসা প্রদান। বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, যৌতুক বন্ধ সহ নারী সচেতনামূলক কার্যক্রম। গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি। সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান – জেলার আরও কিছু দুর্যোগপ্রবণ উপজেলার দুর্যোগপ্রবণ ইউনিয়নে এই ধরণের প্রকল্প গ্রহণের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টকে আহ্বান করেন। পাশাপাশি, এলাকার দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রকল্পের শিখনকে আগামীতে কাজে লাগানোর জন্য উপস্থিত সকলকে পরামর্শ দেন। উল্লেখ কর্মশালাটির উদ্দেশ্য – প্রকল্পের অগ্রগতি, অর্জিত রেজাল্ট/ইমপ্যাক্ট এবং প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ অংশগ্রহণকারীদের সাথে শেয়ার করা এবং পরবর্তী করণীয় সম্পর্কে সকলের মতামত/সুপারিশ গ্রহণ।
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩০