মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে পিআরসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা শহরের পাঁচুর মোড়ে জিরো পয়েন্ট জেলা জামায়াতের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. ফজলুর রহমান, সেক্রেটারি কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম, হাসিবুল আলম, অ্যাড. মামুনুর রশিদ, অফিস সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, মজলিসে শুরা সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কেন্দ্রীয়ভাবে ঘোষিত পিআরসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা সরকারের প্রতি এসব দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪৭