মাটিরাঙ্গায় পলাশপুর ৪০ বিজিবির উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
২২
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক প্রান্তিক দরিদ্র কৃষকদের মাঝে কৃষি সামগ্রী উপহার, বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসবে আর্থিক অনুদান, দুঃস্থ পাহাড়ী বাঙ্গালী জনসাধারনের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১০০ ঘটিকার দিকে পলাশপুর জোন সদরে এই কর্মসূচীর সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ, দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসবে আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন,।
পলাশপুর জোনের সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ী এলাকার সুবিধাবঞ্চিত ৬ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ হিসেবে সার ও কীটনাশক ছিটানোর মেশিন প্রদান বাবদ ৭,২০০/- টাকার কৃষি সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে ২টি সীমান্তবর্তী দু:স্থ ও অসহায় পরিবারকে গৃহ নির্মানের জন্য ৩ বান্ডেল ঢেউটিন, ১টি দুঃস্থ পরিবারকে ১টি সেলাই মেশিন, ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ১৫,০০০/- টাকার নির্মান সামগ্রী অনুদান, ১টি শিক্ষা প্রতিষ্ঠানকে খেলাধুলা সামগ্রী উপহার, ১টি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব উপলক্ষ্যে আর্থিক অনুদান এবং ১টি এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়। অধিকন্তু, ২ জন দুঃস্থ পরিবারকে চিকিৎসার জন্য ৯,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৮১,৮০০/- টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়, যার মাধ্যমে ৩টি পাহাড়ি পরিবার, ৮টি বাঙ্গালী পরিবার, ৬টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দেড় শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষকদের কৃষি সামগ্রী, দুঃস্থ ও অসহায় পরিবারদের বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে।