আবহাওয়া নিউজ ডেক্সঃ ঢাকা ও এর আশপাশের সব জেলার ওপর দিয়ে আজ দুপুর ৩টার পর থেকে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হওয়ার প্রবল শঙ্কা রয়েছে।
রোববার (৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেসবুক পোস্টে তিনি জানান, আজ বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরের ওপর তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, আজ অফিস ছুটির সময় ঢাকা শহরের ওপরে তীব্র বজ্রপাত ভারী মানের বৃষ্টি ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে বিকেলের পর ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টির শঙ্কা করা যাচ্ছে বিকেল ৫টার পর থেকে মধ্যরাত পর্যন্ত। জরুরি প্রয়োজন না থাকলে সাধারণ মানুষকে বিকেল ৫টার আগে ঘরে ফেরার পরামর্শ দেওয়া যাচ্ছে।
সবশেষ তিনি বলেন, ঢাকা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুপুর ৩টার মধ্যে ছুটি দিলে বিকেল বেলা অফিস ছুটির সময়ে ঢাকা শহরে বৃষ্টিজনিত জলাবদ্ধতা ও ট্রাফিক জট অনেকাংশে এড়ানো সম্ভব হবে। এদিকে, আজ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার করা পূর্বাভাসে বলা হয়—রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।