স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। পাওয়ার প্লের আশেপাশেই ৪ উইকেট তুলে নিয়েছে তারা। ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলীরা ফিরেছেন অল্প রান করেই। তবে গলার কাঁটা হয়ে বিঁধে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।
শারজাহয় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। নাসুম আহমেদের হাত দিয়ে বাংলাদেশ ২৫ রান পর উদ্বোধনী জুটি ভাঙলেও ৪০ রানের মধ্যেই তুলে নেয় ৪ উইকেট। এদের মধ্যে সর্বাচ্চ ১৫ রান করেন জাদরান। তানজিম সাকিবের শিকার হওয়া অটলের ব্যাট থেকে আসে ১০। গুরবাজের ডাকে সাড়া দিয়ে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার ডারউইশ রানের খাতাই খুলতে পারেননি। দলীয় ৪০ রানে আউট হওয়ার সময় মোহাম্মদ ইশাক করেন মাত্র ১।
আফগানিস্তান সেই চাপ কাটায় গুরবাজ ও আজমতউল্লাহর ব্যাটে। তবে শক্ত খুঁটি গাড়ার আগেই ওমরজাইকে তানজিমের ক্যাচ বানিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন রিশাদ, ইশাককেও তিনিই শিকারে পরিণত করেন। ওমরজাই করেন ১৮ রান। ১২ ওভারে ৫ উইকেট হারানো আফগানিস্তানের রান এখন ৭৫। ২৯ রান নিয়ে গুরবাজ ও ১ রান নিয়ে ক্রিজে রয়েছেন মোহাম্মদ নবি।
কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ১১:০৫