ধর্মীয় নিউজ ডেক্সঃ শুভ প্রবারণা পূর্ণিমা এবং শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান সামনে রেখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্মারকলিপি দিয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করে এই স্মারকলিপি প্রদান করেন তারা।প্রতিনিধিদলে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন ও ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের পক্ষ থেকে বিহারাধ্যক্ষ, শুভ প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদের চেয়ারম্যান ভদন্ত ধর্মমিত্র মহাথের, মহাসচিব ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, ভিক্ষু সুনন্দপ্রিয় এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ছিলেন।
আগামী ৬ অক্টোবর বিশ্ব বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই প্রবারণা পূর্ণিমা এবং মাসব্যাপী অনুষ্ঠিতব্য দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে সারা দেশে বৌদ্ধবিহারগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য এই স্মারকলিপি দেন তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা স্মারকলিপি গ্রহণপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বাস প্রদান করেন। ভিক্ষু সুনন্দপ্রিয় কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।