আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব, উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে সনাতনধর্মালম্বী ভাইবোনদের আনন্দের যেন শেষ নেই। এবার ডোমার উপজেলায় ১শত ৫টি মন্ডপে চলছে পুজার কার্যক্রম। ইতোমধ্যে প্রতিমা তৈরী শেষে রঙ তুলির আচরে ফুটিয়ে তুলেছে দুর্গাদেবীকে।
সাজসজ্জা, লাইটিং এবং তোরন তৈরীতে ব্যস্ত সময় পাড় করছে কারিগড়রা। ডোমার পৌর এলাকার কেন্দ্রীয় হরিসভা মন্দির, নিউ মিলন সংঘ, সন্যাসী মন্দির, চাকধাপাড়া সর্বজনীন দুর্গা মন্দির অন্যতম। প্রতি বছরের ন্যায় এবারো তারা আনন্দ ও উৎসব মুখোর পরিবেশে পুজা উদযাপন করবে বলে জানান। রবিবার (২৮ অক্টোম্বর) ভোররাত্রীতে ষষ্ঠী তিথির মাধ্যমে দেবীর আগমন ঘটবে।
কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক মিন্টু কুমার সাহা পুজাকে ঘিরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। অপরদিকে সহ-সভাপতি অমিত দাস নয়ন ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রন জানান। চাকধাপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে রয়েছে নানা আয়োজন। এবার পুজা মন্ডপ পরিদর্শন করবেন ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক নায়েরুজ্জামান, উপজেলা প্রশাসন শায়লা সাঈদ তন্বী।
উৎসব মুখোর পরিবেশে সকলে মিলে আনন্দ ভাগাভাগী করবে বলে আশা করেন নিউ মিলন সংঘের সভাপতি অরবিন্দু সাহা বুল্লি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, পুজাকে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিত কঠোর অবস্থানে থাকবে, পুলিশ আনসারের পাশাপাশী সেনাবাহিনীর টিম মাঠে কাজ করবে।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৩৩