তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা তাদের তৈরি ১৮টি প্রজেক্ট প্রদর্শন করেন।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী‘র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে প্রজেক্ট প্ররিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা অফসানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা তানভীর মাহামুদ সোহাগ, উৎরাইল বাজার সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস আকঞ্জি, শিক্ষার্থী অভিভাবক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। দক্ষতা, উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ দেশের শিল্প ও প্রযুক্তি খাতকে এগিয়ে নেবে। তরুণ প্রজন্মকে বিশ্ব শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করে গড়ে তুলবে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে সহায়ক হবে।
আলোচনা শেষে, প্রদর্শিত প্রজেক্ট মূল্যায়ন করে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এতে মিনি হ্যাচারী প্রজেক্ট প্রদর্শনে প্রথম হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদ হাসান। স্মার্ট দুর্গাপুর প্রজেক্ট প্রদর্শনে দ্বিতীয় হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন। ভূমিকম্প সতর্কতা বিষয়ক প্রজেক্ট প্রদর্শনে তৃতীয় স্থান অর্জন করেছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম মিয়া। পুরুষ্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৩৩