স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে পাওয়ার প্লে’তেই বিনা উইকেটে ৭২ রান তোলে মেন ইন ব্লু’রা। ১০ ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৯৬ রান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। ইনিংসের প্রথম দুই ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় স্কোরবোর্ডে মাত্র ১০ রান তুলতে সক্ষম হয় ভারত। তবে ম্যাচের তৃতীয় ওভার থেকেই যেন শুরু হয় চার-ছক্কার বৃষ্টি। সাকিব, নাসুম কিংবা মোস্তাফিজ-সাইফুদ্দিন সবার বলেই বেধরক পেটাতে থাকে প্রতিপক্ষ দলের দুই ওপেনার।
ম্যাচের সপ্তম ওভারে শুভমান গিলকে প্যাভিলিয়নে পাঠান রিশাদ হোসেন। দলীয় ৭৭ ও ব্যক্তিগত ২৯ রানে তানজিম সাকিবের তালুবন্দি হয়ে ফেরেন গিল। নতুন ব্যাটার শিভম দুবে সুবিধা করতে পারেনি এদিন। ব্যাক্তিগত ২ রানে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ম্যাচে রিশাদ হোসেনের দ্বিতীয় শিকার এটি। অর্ধশতকের দেখা পেয়েছেন অভিষেক। ১০ ওভার শেষে অভিষেক শর্মার সঙ্গে ক্রিজে রয়েছেন সুরিয়াকুমার যাদব। দুজন অপরাজিত রয়েছেন যথাক্রমে ৬০ ও ৩ রানে।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:০০