নোয়াখালী প্রতিনিধি : আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌমুহনী চৌরাস্তা থেকে শুরু করে মাইজদী বাজার হয়ে জমিদারহাট পর্যন্ত এ শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়।
শোভাযাত্রায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনের সমর্থনে উপজেলার ১৬ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।এছাড়া শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন, জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার আমির আবু জায়েদ, সেক্রেটারি আব্দুর রহিম, চৌমুহনী পৌরসভার আমির জসিম উদ্দিন, সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০৪