শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : পাঁচ বছর পর নাশতার অভিযোগে সন্দিগ্ধ আসামী হিসেবে আসমা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। নেত্রকোণার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ সাইদুর রহমান খোকন। আজ বুধবার বেলা আনুমানিক বারোটার দিকে নেত্রকোণা মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ শাহজাহান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে বিগত ২০২০ সালে ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করার সময় বেলা আনুমানিক ১১টার দিকে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন ও মটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে শাহাদাৎ বার্ষিকী পন্ড করা হয় বলে জানান বিএনপির দলীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় নাশকতার অভিযোগ এনে ২০২৪ সালের ৫ আগস্টে পটপরিবর্তন হওয়ায় নেত্রকোণা পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বাদী হয়ে ২০২৫ সালের ১৭জুন বিশেষ ক্ষমতা আইনে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেন। আজ বুধবার সকালে পরিবারের লোকজন ও স্বজনরা জানান, পারিবারিক কাজে সাইদুর রহমান খোকন গত সোমবার (১৫ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা শহরে গিয়েছিলেন।
বাড়ীতে ফেরার পথে পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট অভিযোগে পুলিশ আটক করে কারাগারে পাঠিয়েছেন। নেত্রকোণা মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ শাহজাহান খান জানান, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান খোকনকে নাশকতার অভিযোগে সন্দিগ্ধ আসামী হিসেবে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০৮