আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “স্পন্দন” আবৃতি ও নৃত্য একাডেমী’র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী আন্তঃ সাংস্কৃতিক প্রতিযোগিতা সুস্ট ভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে প্রথম দিন সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী ও পরিচালক মোঃ ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পন্দন একাডেমীর সভাপতি কোহিনুর ইসলাম। অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ড্রিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক নাজিরা আক্তার ফেরদৌসী, এ্যাড. মালা জেসমিন, বিশিষ্ট সংগীত শিল্পী একে আজাদ, মাহাবুবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিন শনিবার নৃত্য ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অতিথি হিসাবে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নৃত্য কলা বিভাগের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, রংপুর মিলেনিয়াম স্টার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নৃত্য শিল্পী ও পরিচালক জাকির হোসেন বাবু, খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নৃত্য শিল্পী ও পরিচালক রাব্বি আল কাউসার রাজু, পঞ্চগড় শিশু একাডেমির নৃত্য শিল্পী ও পরিচালক সুমন হাসান, বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী ও পরিচালক আনিস রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে আবৃতি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিচারক হিসাবে প্রভাষক দুলাল চন্দ্র রায়, প্রিন্স চাকলাদার, ওমর ফারুক অর্পণ দ্বায়িত্ব পালন করেন। কর্তৃপক্ষ জানান, সকল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিল্পীদের মাঝে আগামী শনিবার আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান করা হবে।
কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ১১:৫২