নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার রজাকপুর ক্রীড়া সংঘের ১ যুগ পূর্তি উপলক্ষে মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রজাকপুর জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো. জাহিদুল ইসলাম ধলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন রজাকপুর ক্রীড়া সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রজাকপুর ক্রীড়া সংঘের সভাপতি মো. আল মামুন ডলার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রায়হানুল ইসলাম (রাহেল)। রজাকপুর ক্রীড়া সংঘের আয়োজনে এ টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:১৮