নিউজ ডেক্সঃ জুলাই আন্দোলনের সময় ঢাকার খিলগাঁও এলাকায় রনি খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৮ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এ আসামি ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ। সে মামলার এজাহারনামীয় আসামি। ১৯ জুলাই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত হাসিনার অনুগত সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সুবিধাবাদীরা আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ওপর গুলি করে। উত্তরা, যাত্রাবাড়ী, খিলগাঁও, মোহাম্মদপুর, রামপুরাসহ অনেক জায়গায় অনেকে আহত হয়। বাদীও গুলিবিদ্ধ হন। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।