ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জুলাই বিপ্লবের নেতাদের সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ(বাগছাস) এর ঢাবি শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব সরদার নাদিম মাহমুদ শুভ দলীয় কোন্দলের শিকার হওয়ায় বাগছাস থেকে বেরিয়ে ডাকসুর সদস্য পদে একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ ২৪ আগস্ট রবিবার বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডাকসুর সদস্য পদপ্রার্থী(স্বতন্ত্র)সরদার নাদিম মাহমুদ শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩য় বর্ষের ছাত্র। তিনি আখতার হোসেন ও নাহিদ ইসলামের সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ছিলেন।
তিনি ফ্যাসিবাদবিরোধী সময়ের পরিচিত মুখ।ক্যাম্পাসের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সম্মুখসারির যোদ্ধা।কিন্তু তিনি সংগঠনে দলীয় কোন্দলের শিকার হয়েছেন।তাই বাগছাস থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে ডাকসু ইলেকশন করছেন
তিনি জানান,”আমি কোন প্যানেল থেকে নির্বাচন করছি না।কোন প্যানেলের কৌশলগত পরিকল্পনার অংশও আমি নই।আমি সম্পূর্ণ একা লড়ছি।একা মানে একা।”
কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১১:৩৩