জয়পুরহাট হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
৫৬
Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন না করেই এখতিয়ার বহির্ভূূতভাবে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে পৌর প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগষ্ট) সকাল ১১টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে সচেতন নাগরিক সমাজ ও গ্রীন এন্ড ক্লিন সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচীর পালন করা হয়।
মানবন্ধন চলাকালে বক্তব্য দেন, বিশিষ্ট নাগরিক ও বিএনপি নেতা মতিউর রহমান, আব্দুল ওহাব, আবু মুসা, এটিএম শাহনাজ কবির শুভ্র, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, নারী নেত্রী জাহিদা কামাল ও গ্রীন এন্ড ক্লিন এর সংগঠক রাশেদুজ্জামান রাশেদ সহ অন্যরা। মানববন্ধনে সাধরণ নাগরিকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর জয়পুরহাট পৌরসভায় সবুর আলী পৌর প্রশাসকের দায়িত্ব নিয়ে পৌরসভার বেহাল দশা রাস্তা-ঘাটের উন্নয়ন সহ নাগরিক সেবার মান না বাড়িয়ে কয়েক গুণ বেশি হোল্ডিং ট্যাক্স আরোপের নোটিশ দিয়েছেন। এখতিয়ার বহির্ভূত ভাবে নাগরিকের ঘাড়ে অতিরিক্ত ট্যাক্সের বোঝা বাড়ানোর মাধমে পৌর কর্তৃপক্ষের এ হটকারী এ সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেসাথে অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাছি।