নওগাঁ প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রূপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় নওগাঁ জেলা এডভোকেটসি প্লাটফর্ম এর ব্যানারে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁ এডভোকেসি প্লাটফর্মের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, আদিবাসী নেতা সুধীর তিরকি, আমিন কুজু, নীথি মুন্ডা প্রমূখ।
মানববন্ধনে বক্তব্যরা বলেন, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রূপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে হত্যাকারী অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভুক্তভোগী পরিবার সহ সারাদেশে আদিবাসীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৩