ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের কালিকাপুর আর আর স্পিনিং এন্ড কটন মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোন গাড়ীর চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৪