তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দক্ষিণ ও মধ্য বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের করনীয় শির্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বারোমারি কম্প্যাশন মিলনায়তনে, দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদশে এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণ উদ্বোধন করনে, প্রকল্প ব্যবস্থাপক এলসিন ঘাগ্রা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার উপজলো প্রতিনিধি তোবারক হোসনে খোকন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিশু সমন্বয়কারি আলো মৃ, সমাজ উন্নয়নর্কমী সবুজ দালবৎ, নয়ন রাংসা প্রমুখ।
প্রশিক্ষক তোবারক হোসনে খোকন বলনে, শিশু নির্যাতন বিষয়ের প্রশিক্ষণে শিশু নির্যাতন রোধে সমাজের দায়িত্ব কি? সরকারি জরুরী সেবা, শিশু নির্যাতন প্রতিহত করার কৌশল, শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা ও আমাদের করনীয়, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্ব, নিজ নিজ পরিবারের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিভাবকদের অংশগ্রহনে এ প্রশিক্ষণ দেয়া হয়।
কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০০