বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আগামী ২৪ অক্টোবর এই নায়িকার জন্মদিন। একটা সময় দিনটি বেশ ঘটা করে পালিত হতো। তবে মা হওয়ার পর পাল্টে গেছে দৃশ্যটা। পরীও জানিয়েছেন, নিজের জন্মদিনে আর আলোর ঝলকানি নয়, বরং ছেলে রাজ্যর জন্মদিন ঘিরেই থাকবে সব আনন্দ। ঠিক সেটাই করেছেন। গেল ১০ আগস্ট ছেলে রাজ্যর তৃতীয় জন্মদিনটি ঘরোয়া আয়োজনে জমিয়ে উদযাপন করেন পরীমণি। তবে সেদিনের কিছু ঘটনা নিয়ে বেশ চটেছেন এই চিত্রনায়িকা।
ছেলের জন্মদিন পালনের ঠিক ছয় দিন পর পরী দেখলেন, সেই একান্ত পারিবারিক অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে! শুধু তাই নয়, আমন্ত্রিত অতিথিদের অনেকেই সেই ব্যক্তিগত মুহূর্তকে ব্যবসায়িক ভ্লগ বানিয়ে রিলসের বাজারে ছড়িয়ে দিয়েছেন। আর তাতেই বেজায় ক্ষেপেছেন এই নায়িকা।
আজ শনিবার ক্ষোভ ঝেড়ে দিয়ে পরীমণি লিখেছেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমুত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি। এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এরকম করে নাই।’
এর আগে গেল মাসে পরীমণি হুঁশিয়ারি দিয়েছিলেন, তার সন্তানরা কোনোভাবেই ব্যবসায়িক কনটেন্টের অংশ হতে পারে না। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও নিজের ছেলের জন্মদিনে সেটি ঠেকাতে পারলেন না তিনি। আরও কঠিন ভাষায় পরী লিখেছেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমারা ডিজার্ভ করো। তোমরা ভিখারির মত মাসভরে কিছু ডলার কামাও। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ, আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালোলাগনি তখন?’
কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:২২