আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।শুক্রবার বাদ-আসর ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।প্রধান অতিথী ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী এবং প্রধান বক্তা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলটির যুগ্ম-আহবায়ক আব্দুল হালিম মন্ডল।
প্রধান বক্তা আসাদুজ্জামান মোহন বলেন, ফ্যাসিবাদ আমলে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু দেশবাসীর দোয়া ও মহান আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো সুস্থ আছেন। আমরা সবসময় তার সুস্বাস্থ্য কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান বিকাশ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমীনুল ইসলাম দুলাল মীর ও ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের হুমায়ুন কবির ও মোস্তফা সহ অন্যান্য নেতাকর্মীরা।
কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/দুপুর ১২:০২