ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নির্বাসিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ৯ বছর পর দেশে ফিরেছেন গতবছরের ১১ আগস্ট । আজ ১১ আগস্ট সালাহউদ্দিন আহমদের স্বদেশ প্রত্যাবর্তনের এক বছর পূর্তিতে আনন্দ র্যালি করেছে সালাহউদ্দিন আহমেদের সমর্থকরা ।
আজ রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রায়হান আলম,চট্টগ্রাম সমিতি ঢাকার আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনের নেতা জালাল আহমদ, জুলাই রক্ষা পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর কর্মকর্তা নাদিরা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আরবি বিভাগের শিক্ষার্থী মোঃ ইব্রাহিম প্রমুখ।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে শহীদ মিনারে যাওয়ার কথা থাকলেও তীব্র গরমের কারণে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন,”দেশের রাজনীতির কালো মেঘ কে দীর্ঘায়িত করতে ভারতে নির্বাসনে রাখা হয়েছিল বিএনপির শীর্ষ ক্যারিশম্যাটিক নেতা সালাহউদ্দিন আহমদ কে।”
তারা আরো বলেন,”নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা আন্দোলনের `মুখপাত্র’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ ।গোপনে অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে তিনি আন্দোলন `চাঙ্গ’ রেখেছিলেন।
গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে আটকের জন্য খোঁজাখুঁজি করেছিলেন। গোয়েন্দা তৎপরতা টের পেয়েই উত্তরার এক বন্ধুর বাসায় আশ্রয় নেন।সেখান থেকে ২০১৫ সালের ১০ মার্চ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহরণ করেন। তাঁকে ‘গুম’ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমদ ।পরবর্তীতে দুই মাস পর ২০১৫ সালের ১১ মে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ লিংক মাঠে ‘মানসিক বিপর্যস্ত’ অবস্থায় পাওয়া যায় তাঁকে।”
এ সময় বক্তারা আরো বলেন, “ ফ্যাসিবাদ পতন আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন বিএনপির সিনিয়র এই নেতা। শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতন ঘটিয়ে আসামি হিসেবে নয়, নির্বাসিত রাজবন্দি হিসেবে ‘রাজকীয়’ বেশে দেশে ফিরেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।”
কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১১:৫০