নিউজ ডেক্সঃ লিভারপুল তারকা মোহামেদ সালাহ উয়েফার প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন ফিলিস্তিনি ফুটবলার সুলাইমান আল-ওবেইদকে নিয়ে দেওয়া এক পোস্টকে ঘিরে। উয়েফা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফিলিস্তিনি পেলে’ খ্যাত এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানালেও, মৃত্যুর কারণ ও প্রেক্ষাপট উল্লেখ করেনি।
৪১ বছর বয়সী আল-ওবেইদ বৃহস্পতিবার দক্ষিণ গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় নিহত হন—এ তথ্য দিয়েছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে ২ গোলসহ শতাধিক গোলের মালিক ছিলেন তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। তাতে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায়ই ইসরায়েলি অভিযানে কমপক্ষে ৩৮ জন নিহত ও প্রায় ৫০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাতিসংঘের তথ্যমতে, গত মে মাসের শেষ দিক থেকে খাদ্যের সন্ধানে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৩৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে সালাহ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়ে বিশ্বনেতাদের প্রতি অনুরোধ করেছিলেন, ‘নিরীহ প্রাণহানি ঠেকাতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/দুপুরঃ ০১.৫৮