মোঃ আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ ৯ ই আগষ্ট শনিবার সকাল সাড়ে এগারোটায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) পরিদর্শন করেন।
কোল মাইনিং পরিদর্শনকালে তিনি কোম্পানির কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিসিএমসিএল-এর উর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন। এসময়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তালেব ফরাজি,পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন সহ অন্যন্য প্রশাসনিক কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৮:৪০