স্পোর্টস ডেস্ক : শুরুর আগেই নতুন মৌসুম শেষ হওয়ার শঙ্কায় লেভি কলউইল। মৌসুম শুরুর আগে বড় ধাক্কা এলো তার ক্লাব চেলসির জন্যও। চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন তরুণ এই ডিফেন্ডার।
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে চেলসির অনুশীলনে যোগ দিয়েছিলেন কলউইল। সেখানেই গত সোমবার এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন ২২ বছর বয়সী ডিফেন্ডার।
ক্লাব বিশ্বকাপের শিরোপা উদযাপনের আয়োজনে তার অনুপস্থিতি থেকেই ধারণা পাওয়া যায়, তার চোট গুরুতর। চেলসি বৃহস্পতিবার বিবৃতিতে জানায়, তার অস্ত্রোপচারও হয়ে গেছে। এসিএলের চোটে সাধারণত ৬ মাস থেকে ৯ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয়।
চেলসির একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার গত মৌসুমে ছিলেন দলের গুরুত্বপূর্ণ অংশ। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৩ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।
প্রিমিয়ার লিগের শেষ দিনে তার গোলেই লিগে চতুর্থ স্থান নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে চেলসি। পরে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়েও তার ছিল উল্লেখযোগ্য অবদান।
আগামী ১৭ অগাস্ট ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে চেলসি।
কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/রাত ১১:১৩