মাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন গোমতি একাদশ
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
৪০
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোন কর্তৃক সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ আগষ্ট বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে গোমতি ইউনিয়ন একাদশ।প্রতিদ্বন্ধিতাপুর্ণ প্রতিযোগীতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কারের তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল ইব্রাহীম আধহাম পিএসসি জি। খেলা শুরুর ১৯মিনিটের মাথায় গোমতী ইউনিয়ন একাদশের কাইউমের দূর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে থাকে গোমতী ইউনিয়ন একাদশ। খেলার শেষার্ধের ৭৫ মিনিটের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশের দোয়েল ত্রিপুরার গোলে খেলায় ১-১ গোলে সমতায় ফিরে আসে।
নির্ধারিত সময়ের খেলার পর অতিরিক্ত সময় খেলে কেহই গোলের দেখা পায় নি। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে জয়ী লাভ করে গোমতী ইউনিয়ন একাদশ। পুরো অনুষ্ঠানে চমৎকার ধারাবিবরণী দিয়ে দর্শক কে মাতিয়ে তুলেন মো. সোহাগ। সর্বোচ্চ গোলদাতা গোমতীর আসাদ ভুইয়া, সেরা খেলোয়াড় বেলছড়ি ইউনিয়ন একাদশের লাদেন ত্রিপুরা, সেরা গোলকিপার সাচিং মগ মাটিরাঙ্গা সদর ইউনিয়ন।প্রসঙ্গত, লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ২৩ জুলাই থেকে খেলা শুরু হয় মাটিরাঙ্গা পৌরসভার ১টি দল সহ ৭টি ইউনিয়নের মোট ৮টি দল খেলায় অংশগ্রহণ করে।
এসময়, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মো: মাসুদ খান পিএসসি,মেজর ইমরান হোসাইন, ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাফি, ল্যাফটেন্যান্ট তানভির আহাম্মেদ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন , পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাড: মনজিলা ঝুমা, সাংবাদিক, সামরিক ও বে-সামরিক পদস্থ কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি জি বলেন,শান্তি, সম্প্রীতি উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান।