নওগাঁ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন রুয়ার RUAA এর নির্বাচনে সরাসরি ভোটে নওগাঁ জেলার একমাত্র বিজয়ী কার্যনির্বাহী সদস্য হিসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, অধ্যাপক মোঃ মহিউদ্দীন নির্বাচিত হওয়ায় “নওগাঁ উন্নয়ন ফোরাম” এর পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা প্রদান করা হয়। নওগাঁ মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ উন্নয়ন ফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ আবু সাদাত মুহম্মদ সায়েম, সংগঠনটির সহ সভাপতি মাওলানা মোনায়েম হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দীন আলমগীর, সহকারী সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম, এক্সিকিউটিভ মেম্বার এমদাদ হোসেন, আহসান হাবীব, এ্যাডঃ আনোয়ার হোসেন রানা, শাহেদুর রহমান প্রমূখ। নওগাঁ উন্নয়ন ফোরাম নওগাঁর মানুষের কল্যানে ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।
কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৫/বিকাল ৪:৪২