ডেস্ক নিউজ : মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বক্তারা আরও বলেন, এ মামলার আসামি পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে গ্রেফতার না করলে তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রভাব পড়তে পারে। একইভাবে জুলাই আন্দোলনে সিলেট জেলায় শহীদ ব্যক্তিদের মামলার আসামিদের গ্রেফতারে গড়িমসি পরিলক্ষিত হচ্ছে। যা জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের পথে অন্তরায়।
বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে মামলার বিচার কার্যক্রম ত্বরান্বিত করার দাবি জানান। এছাড়া বক্তারা সিলেটে প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদী শক্তির দোসরদের নানা চক্রান্ত ও জুলাইয়ের পক্ষের শক্তিকে উপেক্ষা করার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানান।
উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, কার্যনির্বাহী কমটিরি সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সদস্য মো. মুহিবুর রহমান, মো. ফয়ছল আলম, এম এ মতিন, নৌসাদ আহমেদ চৌধুরী, শফিক আহমদ শফি, এম রহমান ফারুক, ক্লাবের প্রাক্তন সদস্য ব্যাংকার রাজু আহমদ, সহযোগী সদস্য হুমায়ুন কবির লিটন, এইচ এম শহীদুল ইসলাম ও ইফতেখান মো. নাবিল প্রমুখ। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য লুৎফুর রহমান তোফায়েল। মোনাজাত পরিচালনা করেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক।
কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১০:০০