মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদের পতন হলেও সংস্কার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ: মান্না বাংলাদেশ ব্যাংকের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‌্যালি অনুষ্ঠিত সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি ইনজুরির সঙ্গে ৫ বছরের লড়াই শেষে মাঠে ফিরছেন বিশ্বকাপ্পজয়ী ক্রিকেটার বাংলাদেশের মানুষকে নিয়ে গর্বিত: বাঁধন ঘোষণাপত্র নিয়ে হতাশ হেফাজত, যা বললেন জুনায়েদ হাবিব ‘স্বৈরাচারের তুচ্ছ-তাচ্ছিল্য বিক্ষোভে পরিণত হয়’ ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু যার যতটুকু সামর্থ্য, সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে, আক্ষেপ সারজিসের চৌগাছায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সমাবেশ ও মিছিল 

সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বক্তারা আরও বলেন, এ মামলার আসামি পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে গ্রেফতার না করলে তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রভাব পড়তে পারে। একইভাবে জুলাই আন্দোলনে সিলেট জেলায় শহীদ ব্যক্তিদের মামলার আসামিদের গ্রেফতারে গড়িমসি পরিলক্ষিত হচ্ছে। যা জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের পথে অন্তরায়।

বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে মামলার বিচার কার্যক্রম ত্বরান্বিত করার দাবি জানান। এছাড়া বক্তারা সিলেটে প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদী শক্তির দোসরদের নানা চক্রান্ত ও জুলাইয়ের পক্ষের শক্তিকে উপেক্ষা করার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানান।

সিলেট প্রেসক্লাব সভাপতি সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন, ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি এনামুল হক জুবের ও এম এ হান্নান, সাবেক সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সহসাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দিপু, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবেন আমিন লস্কর রাব্বী, ক্লাবের সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান ও নূর আহমদ, সদস্য মো. দুলাল হোসেন।

উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, কার্যনির্বাহী কমটিরি সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সদস্য মো. মুহিবুর রহমান, মো. ফয়ছল আলম, এম এ মতিন, নৌসাদ আহমেদ চৌধুরী, শফিক আহমদ শফি, এম রহমান ফারুক, ক্লাবের প্রাক্তন সদস্য ব্যাংকার রাজু আহমদ, সহযোগী সদস্য হুমায়ুন কবির লিটন, এইচ এম শহীদুল ইসলাম ও ইফতেখান মো. নাবিল প্রমুখ। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য লুৎফুর রহমান তোফায়েল। মোনাজাত পরিচালনা করেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক।

 

 

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit