তবে ওই ম্যাচের পরপরই পিঠের ইনজুরিতে পড়েন অভিষেক। আর সেই ইনজুরি এখন পর্যন্ত ভোগাচ্ছে তরুণ পেসারকে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিশ্বকাপ জেতার পর মার্চে একটি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন অভিষেক। বিশ্বকাপজয়ী তারকার নামের পাশে আছে কেবল ওই একটাই ম্যাচ। চোটের জন্য কয়েকবার চিকিৎসা করে এবং রিহ্যাবে গিয়েও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। ২০২১ সালে উন্নত চিকিৎসার জন্য অভিষেককে দুবাইয়ে পাঠানোর চিন্তা করেছিল বিসিবি। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে পাঠানো হয় তাকে।
তবে ওই চিকিৎসায়ও লাভ হয়নি। ২০২২ সালে ডিপিএলে ব্যাটার হিসেবে এক ঝলক দেখা গেলেও খুব একটা ম্যাচ পাননি৷ এরপর থেকেই চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি অভিষেক মাঠে ফেরার বেশ কাছাকাছি আছেন বলে জানা গিয়েছিল। এবার অভিষেক নিজেও নিশ্চিত করলেন সেটা।
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত এনসিল টি-টোয়েন্টি দিয়ে অভিষেকের মাঠে ফেরা অনেকটা নিশ্চিত। এ প্রসঙ্গে তরুণ এই ক্রিকেটার বলেন, আগের থেকে বেশ ভালো আছি। অনেকটাই সুস্থ এবং বোলিং করতে পারছি। সঙ্গে ব্যাটিংয়েও জোর দিচ্ছিম অলরাউন্ডার হিসেবেই খেলব।’