আলমগীর মানিক,রাঙামাটি : কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি হওয়ার পাশাপাশি রাঙামাটির নিন্মাঞ্চলের কয়েকশো একর ফসলি জমি ও স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হওয়ায় পরিস্থিতির উন্নয়নে অবশেষে মধ্যরাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত সোয়া বারোটার সময় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, ৪ই আগস্ট সোমবার দিবাগত রাত ১২ টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ অতিক্রম করায় অথাৎ বিপদসীমা অতিক্রম করায় ৫ আগষ্টের শুরুতে রাত ১২টা ২ মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে উপরে তুলে পানি ছেড়ে দিয়েছি। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ হতে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।অপরদিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ ইউনিটে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে সেকেন্ডে আরোও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে। এনিয়ে বর্তমানে কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ প্রতি সেকেন্ড পানি ছাড়ছে সর্বমোট ৪১ হাজার কিউসেক পানি।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, গত রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ ফুট হওয়ায় আমরা সোমবার (৪আগস্ট) বিকেল ৩ টায় পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, যা বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ভাটি অঞ্চলের মানুষকে অবহিত করলেও পরবর্তীতে এদিন বৃষ্টি না হওয়ায় পানির ইনফ্লো বিবেচনা করে আমরা আরেকটা বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে অবহিত করেছি যে মঙ্গলবার সকাল ৯ টায় পানি ছাড়া হবে। কিন্তু লেকের পানি মুহূর্তে মুহূর্তে বেড়ে যাওয়ায় আমরা সোমবার দিনগত রাত ১২টা ২ মিনিটে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়েছি। এনিয়ে অতিরিক্ত পানির ¯্রােত নিয়ে ভাটি অঞ্চলের মানুষকে আতংকিত না হবার জন্য পরামর্শ প্রদান করেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।
কিউএনবি/অনিমা/৫ আগস্ট ২০২৫/দুপুর ১২:০৮