স্পোর্টস ডেস্ক : লিটন দাসকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আছেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন।
ক্যাম্পে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্ত। সবশেষ সিরিজের ১৬ জন ক্রিকেটার বাদেও ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, সাইফ হাসান, খালেদ আহমেদ, নাহিদ রানা।
ক্যাম্পে ডাক পেয়েছেন ২৫ জন ক্রিকেটার। আগামী ৬ আগস্ট ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে ক্রিকেটারদের। ১৫ তারিখ থেকে শুরু স্কিল ক্যাম্প। ২০ তারিখ থেকে ক্যাম্পের বাকি অংশ হবে সিলেটে।
এই প্রাথমিক স্কোয়াড থেকেই গড়া হবে ডাচদের বিপক্ষে আসন্ন সিরিজের দল। নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
কিউএনবি/আয়শা/৪ আগস্ট ২০২৫/রাত ১১:৫০