ডেস্ক নিউজ : ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ অংশ নিতে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীকাল ৫ আগস্ট এই আয়োজন সফল করতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৩ আগস্ট) এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর তারুণ্য উৎসবে অংশ নিতে ব্যাংকগুলোর পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় দুপুর ১টার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই শোভাযাত্রা সফল করতে আপনাদের উপস্থিতি একান্তই কাম্য।’
‘এমতাবস্থায় নিজ নিজ ব্যাংকের পক্ষ থেকে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ব্যানারে ওই শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে’-যোগ করা হয় চিঠিতে। এদিকে আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
কিউএনবি/আয়শা/৪ আগস্ট ২০২৫/রাত ১১:৩৬