বিনোদন ডেস্ক : পরীমণি তার ফেসবুকে রিলস শেয়ার করে লিখেছেন, ‘খেয়াল করে দেখবেন, আমাদের সবার জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকদের অভাব নেই। তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে।’
তার ভাষায়, ‘মনে রাখবেন, ‘আমরা যারা শোবিজ অঙ্গনে কাজ করি তাদেরও ব্যক্তিগত জীবন খুব সাদামাটা, সাধারণ সবার মতোই। আমার তো একদমই তাই। ঘরের মধ্যে আমি চুলে একগাদা তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকি। বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি (শারিরীক অসুস্থতা বা শুটিং এ না থাকলে) বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজের হাতেই করি। আর বাচ্চারা তো আমার জীবনে আসলোই মাত্র তিন বছর হতে যাচ্ছে।’
এরপর তিনি বললেন, ‘কিন্তু এর আগে আমার নানা ভাইয়ের রান্না থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমি নিজের হাতেই করতাম। এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার! পাবলিক ফিগার বলে পইপই করে জীবনের সব কিছু জানাতে হবে আজকে আমার! নেন জানেন।’
মেয়েকে নিয়ে পরী বলেন, ‘কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমত পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কমেন্ট করছে আমার পোস্টে যে, আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর। কই সেই দত্তক মেয়ে! এরকম নানান ধরনের কথা আর কি। ভাই, প্রথমত মেয়েটা আমার মেয়ে। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না।’
সবশেষে পরীমণি জানালেন, ‘আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি/ ভিডিও দিলেই কিছু মাথামোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায় ব্যাস। দত্তক শব্দটা দিয়ে একটা ক্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে। আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দিবো না ইচ্ছে হলে দিবো না।’
উল্লেখ্য, ঢাকাই সিনেমার চিত্রনায়িকার পুরো পৃথিবীজুড়ে ছিল তার পুত্র পুণ্য। তবে পুত্রের পর তার ঘর আলোকিত করেছে কন্যা। ফুটফুটে এক কন্যাসন্তানকে দত্তক নেন নায়িকা। দুজনকে নিয়েই পরীর দিন কাটে ভীষণ ব্যস্ততায়। মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম।
কিউএনবি/আয়শা/৪ আগস্ট ২০২৫/বিকাল ৫:২৮